

“মায়া” শব্দটি ছোট্ট অতি
গভীরতা অনেক,
মমতা, স্নেহ,ইন্দ্রজাল, মোহ
যার অর্থ আছে হরেক।।
অদৃশ্য এই জালে থাকে
আটক মানব জীবন,
অনুভবে কেবল এর অস্তিত্ব
বুঝে হৃদয় -মন।।
এর থেকে উৎপত্তি—-
হয় ভালোবাসা,
মায়াহীন ভালোবাসায় থাকে
কপটতার বাসা।।
মায়ার মধ্যে থাকে জড়িয়ে
কোমলতা ও বিশ্বাস,
দূরত্ব কমিয়ে সম্পর্কের গভীরতায়
বাড়ায় যা আশ্বাস।
কারো প্রতি মায়া অর্থ
দায়িত্ববোধ আর নীরব টান,
দীর্ঘক্ষণ স্থায়ী সেথায়
হয় না কোনো অভিমান।।
প্রিয়জনের অনুপস্থিতিতে —
শূন্যতা অনুভূত হয় যখন,
এর পিছনে কাজ করে
” মায়া”নামক অদৃশ্য বন্ধন।।
হানাহানির এই যুগে—
মায়া-র এতো অভাব,
স্বার্থের লাগি খুন-খারাবি
সমাজে ফেলছে কুপ্রভাব।।
মায়া-র এই বন্ধন ছিন্ন করে
একদিন বিদায় নিতে হবে,
নিঃস্বার্থ ভালোবাসাই কেবল
অমর করে রাখবে।।
লেখক: শাহানা বেগম, সহকারী প্রধান শিক্ষক, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
আপনার মতামত লিখুন :