কবিতা: বেলা শেষে, কলমে: মাজেদা বেগম মাজু
বেলা আমার ফুরিয়ে এলো
নাই যে বেশি বাকী,
জীবন তরী থামবে কখন
সেই ভয়ে যে থাকি।
পরকালে নেয়ার মতো
নাই যে কিছু সাথে,
শূন্য হাতে এসে আবার
যাব শূন্য হাতে।
নেচে গেয়ে ভবের মাঝে
সময় হলো পার,
সকাল গেল সন্ধ্যা হলো
নাই যে বেলা আর।
খাঁচা ছেড়ে পাখি উড়ে
যাবে অচিনপুরে,
কার কখন ডাক যে আসে
বলতে নাহি পারে।
টাকা পয়সা সোনাদানা
থাকবে সবই পড়ে,
পাপপুণ্য সাদা কাপড়
যাবে সাথে করে।
মাটির দেহ মাটির ঘর
মাটির বিছানা,
চলে গেলে মাটিই হবে
শেষ ঠিকানা।
পরকালে মাবুদ তোমার
দিদার যেন পাই,
দিবানিশি তোমার কাছে
এই দোয়া যে চাই।
আপনার মতামত লিখুন :