যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাাদক এমরান আহমদ’কে শাহ মুর্শেদ এর অভিনন্দন


admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন /
যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাাদক এমরান আহমদ’কে শাহ মুর্শেদ এর অভিনন্দন

সিলেট বিডি ভিউ:যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিতে এমরান আহমদ সহ-সাধারণ সম্পাাদক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাাদক শাহ মুর্শেদ।

শাহ মুর্শেদ এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিতে এমরান আহমদকে সহ-সাধারণ সম্পাাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন। মুর্শেদ বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।

মুর্শেদ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী যুবদলের চেতনা সমুন্নত রেখে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে। যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতারা দেশপ্রেম, ত্যাগ ও সততার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন বলে আশাবাদী তিনি।