সিলেট জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন /
সিলেট জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

সিবিভি নিউজ: সিলেট জেলার পুলিশ সুপার মেহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আজ সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স হলরুমে মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।