সততার পথেই হাঁটবো মোরা,
বিশ্বকে করব জয়।
করবো লড়াই শান্তির তরে,
মানুষ হয়ে পরিচয়।
লড়াই করে বাঁচে মানুষ,
মেহনতেই আসে জয়।
পরিশ্রমে গড়ে ওঠে,
আলোকিত নতুন সময়।
পড়াশোনায় মনটি রাখি,
সততাই মূল শক্তি।
ভালো কাজেই এগিয়ে যাবো,
উপাসনায় থাকবে ভক্তি।
সবার সাথে মিলে মিশে,
শান্তির পথেই যাই।
মানুষ হবো, গড়বো দেশ—
আমরা সবাই ভাই ভাই।
লেখক: শেখ ফয়সল আহমদ, সভাপতি ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব।
আপনার মতামত লিখুন :