যাকাত সাদাকাহ দান করার সঠিক তরীকাঃ হাফিজ মাওলানা সালমান সাদী


admin প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন /
যাকাত সাদাকাহ দান করার সঠিক তরীকাঃ হাফিজ মাওলানা সালমান সাদী

ইসলামি ডেস্ক: যাকাত সাদাকাহ দান করার সঠিক তরীকা,যাকাতের হকদারদের ঘরে ঘরে গিয়ে যাকাত আদায় করবে। নিজের ঘরে ডেকে এনে দিবেনা। এতে অহংকার সৃষ্টি হয়। কারণ যাকাত আল্লাহ প্রদত্ত দ্বায়িত্ব। যাকাত গ্রহীতাদের উপর দাতার কোন দয়া নয়, বরং তাদের হক। তাই যতটা সম্ভব চুপেচুপে তাদের নিকট পৌছে দিবে। তাদের মান সম্মানের দিকে লক্ষ্য রাখবে।

আম্মাজান হজরত আয়েশাহ রাজি. তার ভাগিনা হজরত উরওয়া রাজি. কে ডেকে তার হাতে কিছু অর্থ দিয়ে বললেন, যাও এগুলি অমুকের নিকট দিয়ে আসো। তবে তিনটি শর্ত ১. তাকে আমার সালাম পৌছাবেনা। ২. দান তার হাতে দিবেনা। বরং তার ঘরের খাট পালংক যেকোন স্থানে রেখে দিবে। ৩. আমার পক্ষ থেকে তার নিকট দুআ’ চাইবেনা। তিনি খালার কথা অনুযায়ী পৌঁছে দিয়ে এসে আরজ করলেন, খালামণি! তখন আপনার কথার উপর কিছু জিজ্ঞেস করিনি। এখন যদি একটু ব্যাখ্যা করে বলতেন। আম্মাজান বললেন: এগুলি যাকাতের মাল। তাকে সালাম পৌছাতে নিষেধ করেছি যেন এই দানের কোন প্রতিদান (হোক সেটা সালামের উত্তর দিয়ে দুআ’) আমি দুনিয়াতে পেতে চাইনা। ঠিক তার নিকট থেকে দুআ’র মাধ্যমেও দানের প্রতিদান বা প্রশংসাও আমি চাইনা। তার হাতে না দেয়ার কথা এজন্য বলেছি যে এই মাল গ্রহণের সময় তার হাত নিচে এবং তোমার হাত উপরে থাকবে। হয়তো তার মনে আক্ষেপ হতে পারে যে, হায়! আমি আর কতদিন অন্যের দান গ্রহণ করবো!

মোট কথা- দান খয়রাত শুধু আল্লাহ সুবহানাহুর জন্য হবে। নামডাক প্রশংসা কুড়ানোর জন্য হলে উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই চুপেচুপে হাঁকডাক না করে আল্লাহ সুবহানাহুর সন্তুষ্টি অর্জনের জন্য সকল ধনবানের সাদাকাহ করা উচিত। আল্লাহ তাআ’লা তাওফীক দান করুন।

লেখক: হাফিজ মাওলানা সালমান সাদী, গলমুকাপন ওসমানীনগর সিলেট।