প্রেস বিজ্ঞপ্তি: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর সাপ্লাইরোডের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল এবং সদস্য আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ও সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান। এসময় আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং সদস্য অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ ও সদস্য অজয় কুমার ধর উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছেন এই সিলেটের তরুণ ও ছাত্র সমাজের অনুপ্রেরণা ও সিলেটের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল্লাহ।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীরা ও ছাত্রসমাজ উনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে।
সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীরা আশা করছেন মোহাম্মদ আব্দুল্লাহ এর যোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনায় ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে ও অন্যমাত্রায় এগিয়ে যাবে। ছাত্র-সমাজের প্রতিনিধিরা আশা রাখছেন মোহাম্মদ আব্দুল্লাহ এর মতো একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা এর দক্ষ দিকনির্দেশনায় ছাত্র ও তরুণ সমাজ ব্যবসামুখী হবে ও সিলেট সহ সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।
আপনার মতামত লিখুন :