নিউজ ডেস্ক:বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২০২৪-২০২৫ সেশনের জন্য নাজমুল হাসানকে সভাপতি ও সুমন মাহমুদকে সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট মহানগর শাখার বর্তমান সভাপতি সিলেটের ছাত্রসমাজের আইকনখ্যাত ছাত্রপ্রতিনিধি মো: এহতেশামকে কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক দিয়ে সর্বমোট ৪১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মো: এহতেশাম বিগত ১ বছর ধরে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট মহানগর শাখার সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন। সিলেটের সর্বস্তরের ছাত্রসমাজের মধ্যে তিনি একজন বিখ্যাত ও পরিচিতমুখ এবং তিনি সিলেটের ছাত্রসমাজের ‘আইকন’ নামে বিখ্যাত।
উক্ত সম্মেলনে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. সাব্বির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে যুব সংগঠক ও উপস্থাপক দিপ্তি চৌধুরী, প্রকৌশলী দোস্ত মোহাম্মদ সামসুজ্জামান (রনিক), এসআইএমটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল (ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত), এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উপদেষ্টা ফুয়াদ সাকি, মো. ইসরাফিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাজসেবা ও স্বেচ্ছাসেবায় অবদান রাখায় ৫টি সংগঠন ও ২জন বিশিষ্টজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিলো হাল সময়ের কাওয়ালি সংগীত সন্ধ্যায় পারফর্ম করেন বিজন। এরপর মঞ্চে আসেন বিশেষ আকর্ষণ কুদ্দুস বয়াতি। তার পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :