গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মণ্ডল (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক অশোক মণ্ডল উপজেলার জাঠিয়া গ্রামের মৃত্যু কালিপদ মণ্ডলের ছেলে।
অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, শনিবার রাত ১০ টার দিকে আমি ঘুমাতে যাই। আমার ছোট ছেলে অসীম মণ্ডল ইজিবাইক চালায়।সে বেলা ওঠার আগে যায়,আর রাত ১০ টা ১১ টার সময় বাড়িতে আসে।
হঠাৎ গভীর রাতে ছোট ছেলে ও’মা বলে চিৎকার দেয়।চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গলাকাটা অবস্থায় পরে আছে। তখন সেখানে নাকমুখ ঢাকা হাফশার্ট গায় অপরিচিত একজন লোক। তখন আমি ওই অপরিচিত লোকটিকে দৌড়ে ধরার চেষ্টা করি, তখন সে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপরে ঘুমের ঝুলে আমি আর কিছু বলতে পারবো না।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :