সিলেট বিডি ভিউ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যরা।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ইলিয়াস আলীর ছোট ভাই কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আছকির আলী, জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার অর্নব ইলিয়াস পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন মহানগর যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক কাজী নাহিদ হাসান ভিকি, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান নরসিংদী জেলা যুবদলের নেতা তারেক সরকার ডালিম, ব্যবসায়ী ও জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল সুজন, জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. জালাল মৃধা, বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী ও বিএনপি নেতা মির্জা শরীফ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সূত্র: আমার দেশ
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com