যেয়োনা মা : রেবিন চৌধুরী
মা ওগো মা তুমি এখনি যেয়োনা মাগো ওপারের আসরে
জনম জনমের তরে আমাকে দিওনা একা করে।
এখনো যে কিনে দিতে পারিনি মাগো তোমার সুখের হাসি,
বুঝাতে পারিনি আজও,তোমাকে আমি কত বেশি ভালোবাসি
সকল দুঃখ নিয়ে যদি যাওগো চলে তমি ছাড়া বাঁচি কি করে?
তুমি না থাকলে জড়িয়ে ধরব কারে আমার ব্যথাভরা অন্তরে
কখনো মুচে দিতে পারবনা মাগো আমার জন্মের সে ক্ষত,
যত মমতা তুমি দিয়েছ আমায় দিতে পারবনা জানি ততো।
দুঃখের সাগরে ভাসায়ে আমারে এখনি যেয়োনা গো ছেড়ে,
আরো কিছু পূণ্য করতে দাওনা মাগো তোমার সেবার তরে।
জানি আমি পারবনা শোধিতে তোমার একফোঁটা দুধের ঋণ,
সুখপাখি কিনে দিতে পারিনি আজো তাই বুকে ব্যথার চিনচিন।
ইচ্ছে ছিলো সুখে রাখব তোমারে সাজাবো রাণীর মতো করে
তিল পরিমান দুখ গুছাতে পারিনি তাই দুঃসহ ব্যথা এ অন্তরে।
সুখের বদলে শত দুঃখ দিয়ে তোমার চোখে দিয়েছি জল
দয়াকরে ক্ষমা করে দিও মাগো আমার জানা অজানা ভুল।
মায়াভরা চোখে দেখলে যারে মাগো জান্নাতও বসে নড়েচড়ে
মায়ের খুশিতে হাসে আল্লার আরশ সন্তানও রহম লাভ করে।
দূরে থেকে আমি দোয়া মাঙ্গি মাগো তব নেক হায়াতের তরে
সুস্থ শরীরে আল্লাহ রাখুন তোমায় সবার দোয়ার দরজা করে।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com