
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতা, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা অফিসার জয়তী দত্ত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা অফিসের কর্মকর্তা এস.এম. মশিউর আলম মুছা, ইউএসকা সপ্না দেবী, ইউএসকা শাহিন মিয়া, সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভাতা প্রদান, পুনর্বাসন, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমাজসেবার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা বলেন, “প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সমাজসেবাকে আরও মানবিক ও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com