অসহায় শীতার্তদের মধ্যে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের কম্বল বিতরণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন /
অসহায় শীতার্তদের মধ্যে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের কম্বল বিতরণ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না ও আলী চ্যারেটি ফাউন্ডেশন ইউ‘কের পক্ষ থেকে ১ ডিসেম্বর(বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মোঃ মুরশেদুল আলম ভূইয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাংবাদিক তুষার ভট্টাচার্য্য। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী ও দপ্তর সম্পাদক ইব্রাহীম খাঁন ইমনের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে লেখনির মাধ্যমে অপরাধ নির্মূল ও মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা। প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবের নেতৃবৃন্দরা অসহায়, অবহেলিত শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। যার ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী ও চ্যারেটি সংগঠনের পক্ষ থেকে উপজেলার অসহায় অবহেলিত ৩ শতাধিক মানুষের শীত নিবারণে কম্বল বিতরণী সত্যি প্রশংসনীয় উদ্যোগ। সাংবাদিকদের মানবিক কার্যক্রমে সহযোগীতা করায় যুক্তরাজ্য প্রবাসী আলী চ্যারেটি ফাউন্ডেশন ইউ‘কের প্রতিষ্ঠা সদস্য হাজেরা আলী পান্না, দিলন মিয়া, ছায়েদ আহমদ, ইমান মিয়া ও মোহাম্মদ সাইদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিকতার পাশাপাশি ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শিপু চৌধুরী, ক্লাবরে সহ-সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সঞ্জব আলী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ মালেক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, সাংস্বৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ, যুবদল নেতা বাবুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দেয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হাসিম।