শহীদ হয়েছে হাদী হয়েছে অমর
জীবন দিয়েছে সে আজাদীর তর।
শিখিয়ে গিয়েছে সে আজাদীর গান
লক্ষ লক্ষ হাদীর খুলে দিয়ে জ্ঞান।
কয়টা বুলেট আছে তোদের পিস্তলে
ঘরে ঘরে হাদি এক হাদির বদলে।
ইনসাফের লড়াইয়ের বাকি যত পথ
আমরন লড়ে যাওয়ার করে শপথ।
জীবন শপে দিয়েছে সত্য ন্যায়ের পথে
চেয়ে দেখ কত হাদী নেমেছে রাজপথে।
প্রতিবাদ আর প্রতিরোধে গড়ে দূর্বার
জালিমের মসনদ যে ভাঙ্গিবে এবার।
শকুনির লাল চোখ উপড়ে ফেলিতে
চাবুক তুলে নিয়েছে ইনসাফের হাতে।
হাদির জানাজা দেখ লোকে লোকারণ্য
কাপুরুষ পাপীষ্ঠ তোরা কতই নগন্য।
হাদিরা যে জান দেয় স্বেচ্ছায় হেসে
মা মাটি মানুষেরে অতি ভালোবেসে।
হাদী আজ মিশে গেছে সারা বাংলায়
কয়টা মারবে হাদি দেশের সীমানায়?
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com