জগন্নাথপুরে গৃহকর্মী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গৃহকর্মী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার একটি বসতবাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ইসহাকপুর এলাকায় লন্ডনপ্রবাসী মতিউর রহমানের বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকাকালে ভুক্তভোগী গৃহকর্মী ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী সাহসিকতার সঙ্গে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন এবং পরে লিখিত অভিযোগ নিয়ে জগন্নাথপুর থানায় উপস্থিত হন। তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। মামলাটি রুজুর পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরদিন আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।পুলিশ জানায়, অভিযোগটি আমলযোগ্য হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে মামলা গ্রহণ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব একজন সাব-ইন্সপেক্টরকে দেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। তিনি আরও বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা নিপীড়নের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com