

সিলেট বিডি ভিউ: বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট–২ আসন। এই আসনটি সারাদেশে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর আসন হিসেবেই পরিচিত। তাই সিলেটের রাজনীতিতে এই আসনটির আলাদা গুরুত্ব রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে। এখন শুরু আনুষ্ঠানিকতা বাকি এমনটাই জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একাধিক সূত্র।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এই আসনটিতে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ও লন্ডন প্রবাসী হুমাইয়ুন কবির। তবে স্থানীয় ভাবে জনপ্রিয়তা ও বিগত দিনের দলের প্রতি ত্যাগের মাপটাঠিতে শেষ পর্যন্ত আসনটিতে লুনাকেই মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে লুনাকে মনোনয়ন দেওয়ার পক্ষে এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এক ধরনের ঐকমত্য গড়ে উঠেছে। তৃণমূল নেতাকর্মীরাও লুনাকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন— “লুনা ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মানা হবে না।”
দলটির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলী’র অনুপস্থিতিতে তাহসিনা রুশদীর লুনা সিলেট–২ আসনে বিএনপির সংগঠন ধরে রেখেছেন। তিনি শুধু ইলিয়াস আলীর সহধর্মিণী নন, বরং এখন তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ে আসনটি নিয়ে নানা প্রার্থীতা আলোচনায় এলেও তৃণমূলের সিদ্ধান্ত পরিষ্কার—ইলিয়াসপত্নীই ধানের শীষের যোগ্য উত্তরসূরি।
বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাহসিনা রুশদীর লুনা শুধু ইলিয়াস আলীর নামের কারণে নয়, সংগঠন ধরে রাখার দক্ষতার কারণেও প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর সিলেট–২ আসনে বিএনপি আরও ঐক্যবদ্ধ হবে। সিলেট–২ আসন বিএনপির ঘাঁটি ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।
সূত্র: আজকের সিলেট/ডি/এসটি
আপনার মতামত লিখুন :