সিলেট বিডি ভিউ: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদী খালে মাছ ধরার জন্য টোকেন ব্যবস্থার কোনও সরকারি অনুমোদন নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অদ্য ২১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে, বিনা অনুমতিতে তৈরি ও বিতরণকৃত টোকেন জব্দ করে তা পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাদী খাল এলাকায় কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে মাছ ধরার টোকেন তৈরি করে সাধারণ মানুষের কাছে তা বিক্রি করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন এবং ওইসব অবৈধ টোকেন জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ফেলেন।
ইউএনও জয়নাল আবেদিন বলেন, “সাদী খালে মাছ ধরতে কোনও প্রকার টোকেন বা অনুমতির প্রয়োজন নেই। কেউ ইচ্ছে করেই জনসাধারণকে বিভ্রান্ত করে অর্থ আদায় করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “এধরনের অবৈধ কর্মকাণ্ড প্রশাসন কখনও মেনে নেবে না। জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
উল্লেখ্য, সাদী খাল এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ টোকেন ব্যবস্থা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
জনস্বার্থে ওসামানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com