আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাই: মুজাক্কির আহমদ নাজু


admin প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন /
আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাই: মুজাক্কির আহমদ নাজু

সিবিবি: আমার আব্বার মৃত্যুর ১৪ বছর ৬ মাসের ভিতরে গত ২৮/৯/২৫ ইং মহান রবের সান্নিধ্যে চলে গেলেন আমাদের বড় ভাই মোবাশ্বির আহমেদ রাজু।তিনি ১৪/২/১৯৮৫ সালে জন্ম গ্রহণ করেন।সেই হিসাবে ৪০বছর ৭ মাস ১৪ দিনের ভিতরে মহান রবের সান্নিধ্যে চলে গেলেন আমাদের বড় ভাই। আব্বার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন মেঝো ভাই মোছাচ্ছির আহমেদ সাজু।অসংখ্য আত্মীয় স্বজনের সহযোগিতা ও মেজো ভাইয়ের প্রচেষ্টায় বেশ ভালো ভাবে চলছিল আমাদের মধ্যবিত্ত পরিবার।দাদা আব্দুল মান্নান জীবদ্দশায় মাদ্রাসা মসজিদের দান খয়রাতে উদ্যমী ছিলেন। মানুষের সমস্যা নিরসনে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা করেছেন।তাই সবার কাছে তার এক ব্যাতিক্রমী পরিচয় ছিলো সালিশি ব্যাক্তিত্ব।বাবার পথে অনড় ছিলেন আমাদের আব্বা ও। আব্বা যদিও মাদ্রাসায় পড়ালেখা করেননি তবে মাদ্রাসা মসজিদের সাথে তাঁর সম্পর্ক ছিলো অসীম।আব্বার মৃত্যুর পর আমাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছিল তা আমাদের তেমন অনুমীয় হয়নি।কারণ আমাদের ছিলো বড় দুই ভাই।মহান আল্লাহ যেহেতু জন্ম দিয়েছেন মৃত্যু ও অবধারিত। আমরা মহান রবের সিদ্ধান্তকে মেনে নিয়েছি।২৮ তারিক হঠাৎ আমাদের পরিবারে এক অমানিশার দিন ছিলো।৭দিন অতিবাহিত হলেও সেইদিনের ঘোর এখনো কাটেনি।” আল্লাহ তায়ালা মহান” মানুষের সাক্ষ্য জানাযায় মানুষের উপস্থিতি সব কিছু ক্যালকুলেশন করে আমাদের মাঝে বিশ্বাসের যে সঞ্চার হয়েছে আল্লাহ তায়ালা রাজুকে ভাইকে অবশ্যই জান্নাতুল ফেরদৌসের আলা মাক্বাম দান করবেন ইনশা-আল্লাহ।চিকিৎসা সেবায় আমাদের পরিবারের অভিভাবক তুল্য চিকিৎসক ডাক্তার  সাকির আহমদ  চাচার নিভির পর্যবেক্ষণে রাজু ভাই প্রতি মূহুর্ত চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর আগেও তিনি পার্কভিউ মেডিক্যাল চিকিৎসা নিয়ে এসেছেন।শাহিন চাচার কাছে আমরা কৃতজ্ঞ।হার্টের জটিল সমস্যার ধরুন ন্যাশনাল হার্ট ফাউন্ডশনের ডাক্তার খালেদ মহসিন স্যারের মাধ্যমে তাঁর হার্টে রিং লাগানো হয়।অত্যন্ত ব্যায় বহুল চিকিৎসা হওয়া সত্যেও কোনো চিকিৎসা আটকে থাকেনি আত্মীয় স্বজন ও মেঝো ভাই সাজু আহমদ এর সহযোগিতায়।আমাদের ভরসা ছিলো মহান রবের উপর সব কিছুর ভালো মন্দ তাঁর হুকুমে হবে।আর সেটি হয়েছে ও।এলাকার মানুষ আত্মীয় স্বজন ছোট বড় আলিম উলামা সবাই ভাইয়ের মৃত্যুতে শোকে শোকাহত।

রাজু ভাইয়ের চিকিৎসা খাতে আত্মীয় স্বজন ছাড়াও অনেক গুণগ্রাহী মানুষের অবদান রয়েছে যা মহান আল্লাহর জানা।আমরা দোয়া করি আল্লাহ তায়ালা তাদের সহযোগীতা কবুল করুন।কোনো মানুষই ভূলের উর্ধ্বে নয়।অনেকে ভাইয়ের অসুস্থতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তার সাক্ষী মহান আল্লাহ। তিনি সেগুলো শনাক্ত করেছেন।তার বিচার মহান রবই ভালো করবেন। ভাইয়ের হঠাৎ চলে যাওয়ায় আমাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি আমরা তিন ভাইয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা পূরণ করুন। আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক আমাদের আম্মাকে আল্লাহ তায়ালা পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তায়ালা সবর করার তাওফিক দান করুন। ভাইয়ের ছোট ছোট দুটি মেয়ে রয়েছে মহান আল্লাহ তায়ালা তাদের নেক হায়াত দান করুন। সকলের কাছে এই দোয়া কাম্য।মহান আল্লাহ তায়ালা রাজু ভাইকে জান্নাতুল ফেরদৌসের আলা মাক্বাম দান করুন। আমীন 🤲