সিবিবি: পবিত্র ইসলাম ধর্ম মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি বা অসম্মান করা কঠোরভাবে নিষেধ করে, কারণ এতে মৃত ব্যক্তির সম্মানহানি হয় এবং এটি একটি মহাপাপ। ইসলাম মৃত ব্যক্তিকে নিয়ে ভালো কথা বলতে উৎসাহিত করে এবং মৃত্যুর পর তার আত্মিক শান্তির জন্য দোয়া করার নির্দেশ দেয়। এমনকি শত্রু হলেও, মৃত ব্যক্তিকে নিয়ে খারাপ কথা বলা থেকে বিরত থাকতে হবে, কারণ সকল মুসলমান একে অপরের ভাই।
কেন মৃত ব্যক্তি নিয়ে কটুক্তি করা যাবে না?
সম্মানহানি: ইসলাম মানুষের মর্যাদাকে সম্মান করে, এমনকি মৃত্যুর পরও। মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি করা তার সম্মানের পরিপন্থী।
দুআ ও ভালো চিন্তা: ইসলাম মৃত ব্যক্তির জন্য ভালো কথা বলা ও তার জন্য দোয়া করার নির্দেশ দেয়। এতে তার আত্মিক শান্তি হয়।
সমাজবদ্ধ সম্পর্ক: সব মুসলমান ভাই-ভাই, তাই মৃত ব্যক্তির প্রতি জীবিতদের আচরণ বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত।
কোরআনের নির্দেশ: আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে, মৃত্যুর পর সবারই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই সত্যকে মনে রেখে মৃত ব্যক্তির প্রতি অসম্মানজনক আচরণ করা উচিত নয়।
হাদিসের নির্দেশ: রাসুল (সা.) মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে গেলে সালাম দিতে বলেছেন এবং এর মাধ্যমে মৃত ব্যক্তি জীবিতের সালাম বুঝতে পারে।
কী করা উচিত?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পাঠ: যেকোনো মৃত মুসলমানের সংবাদ শুনে এই দোয়া পাঠ করতে হয়।
আত্মিক শান্তি কামনা: মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দোয়া করতে হবে।
ভালো কথা বলা: মৃত ব্যক্তির গুণাবলী বা ভালো কাজের কথা উল্লেখ করা উচিত।
মৃত ব্যক্তিকে নিয়ে খারাপ বা নেতিবাচক আলোচনা করলে তা তার জন্য ক্ষতিকর হতে পারে, তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।
আল্লাহ আমাদের হেদায়েত ও হেফাজত করুন। আমিন
লেখক: এডভোকেট শাহ ফারুক আহমেদ, যুক্তরাজ্য
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com