

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আতিউর রহমানের পরিচালনায় সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত মজলিস সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছে। আমি রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি। আমাদের অঞ্চলের মানুষ বহুদিন ধরে উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে আমি রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের অধিকার, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরো বলেন, খেলাফত মজলিস একটি নীতি ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, বরং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করি। ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি আপনাদের প্রত্যাশার প্রতিদান দিতে চেষ্টা করব। বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিলীন হয়ে যাচ্ছে, সমাজে মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে।। আজকের এই গণজমায়েত প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি, অবিচার ও রাজনৈতিক দলবাজি চায় না। তারা একজন নিষ্ঠাবান প্রতিনিধি চায়। আমি বিশ্বাস করি, আল্লাহভীরু নেতৃত্বই পারে সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমি সেই লক্ষ্যে কাজ করব যেন একটি নৈতিকতা সম্মত, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ উপহার দিতে পারি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। কে এম রায়হান আহমদ, যুব মজলিসের মাওলানা মইনুল ইসলাম মাশকুর, এইছ এম আযহার, মাওলানা জুবায়ের আহমদসহ উপস্থিত ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, শিক্ষাবিদ, যুব সমাজ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, মুহাম্মদ মুনতাসির আলী একজন প্রজ্ঞাবান, আদর্শবান ও শিক্ষিত রাজনীতিবিদ। তিনি শুধু দলের প্রার্থী নন, বরং তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর মতো যোগ্য, দক্ষ ও ধর্মভীরু নেতা সংসদে গেলে ওসমানীনগর-বিশ্বনাথ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সিলেট-২ আসন দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। তিনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।।
আপনার মতামত লিখুন :