সিলেট বিডি ভিউ: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টায় জামেয়া নুরানিয়া ইসলামিয়া ও মাদিনাতুয যাহরা আল ইসলামিয়ার যৌথ উদ্যোগে যাহরার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছিল বিশাল সীরাতুন্নবী (সা.) কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত আলেমে দ্বীন, টিভি উপস্থাপক, ইমিগ্রেশন আইনজীবী, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ও নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক শায়খ সালেহ আহমদ হামিদি হাফি.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান চিন্তক, লেখক, বিশিষ্ট কবি, বৃটেনের কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক জনাব কেএম আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের শুভাগমনে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
এসময় বালাগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত শারীরিক প্রতিবন্ধীদের মাঝে গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি মাদিনাতুয যাহরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আর্ট, ক্রাফট এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। উদ্বোধন করেন প্রধান অতিথি শায়খ সালেহ আহমদ হামিদি হাফি.।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি শায়খ সালেহ আহমদ হামিদি হাফি, বিশেষ অতিথি কে এম আবু তাহের চৌধুরী, মাদিনাতুয যাহরার পরিচালক মাও. লুৎফুর রহমান, মাদিনাতুয যাহরা আল ইসলামিয়ার প্রধান শিক্ষক মাও. সায়্যিদুল ইসলাম এবং জামেয়া নুরানিয়া ইসলামিয়ার প্রধান শিক্ষক মাও. আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামেয়া নুরানিয়া ইসলামিয়ার সহকারী প্রধান শিক্ষক মাও. ইকরামুল হক জুনাইদ। সভাপতির বক্তব্য প্রদান করেন জামেয়া নুরানিয়া ইসলামিয়ার ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কাওছার আহমদ সালামিন। সর্বশেষ সম্মানিত প্রধান অতিথির আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com