

কবিতা : সোনার হরিণের খোঁজে
রচনায়: কে এম আবুতাহের চৌধুরী
সোনার হরিণ ধরতে
সবাই আসে বিলাতে
কেউ সুখে দিন কাটায়
কেউ থাকে ফুটপাতে।
ব্যবসা করে কেউ হয়
রাতারাতি কোটিপতি
কেউ ব্যবসায় ক্ষতি করে
ভূগে হাজার দূর্গতি।
বড় বড় দালান আছে
লণ্ডন শহরে
সব কিছু হারিয়ে অনেক
পথে পথে ঘুরে।
বউয়ের পিটা খেয়ে অনেক
সংসার হয় চারখার
জামাই বেটার দু:খ দেখে
আফসোস হয় বার বার।
ছেলে মেয়ের সোনার জীবন
হয়ে যায় খান খান
স্বামী স্ত্রীর ঝগড়ার ফলে
নষ্ট হয় অবুঝ প্রাণ।
অনেক জামাই ‘মউআলু ‘ হয়
ঘোড়া কুত্তা নিয়ে
বউয়ের চোখের পানি ঝরে
দু:খ সয়ে সয়ে ।
ফুটপাতে আর রেল স্টেশনে
যারা করে বাস
তাদের তরে নেইকি কেহ
এটাই মোদের জিজ্ঞাস ?
সোনার হরিন হারিয়ে গেল
কোন অজানা পথে
হায় হায় করে জীবন কাটলো
স্বপ্নের দেশ বিলাতে ।
আপনার মতামত লিখুন :