সিলেট বিডি ভিউ: রঙ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। আমাদের পৃথিবীটা এত সুন্দর, প্রাণবন্ত হয়ে উঠেছে বিভিন্ন রঙের উপস্থিতিতে। প্রকৃতির প্রতিটি কণা যেন রঙের এক অনন্য উপস্থাপনা।
সীমাহীন নীল আকাশ, সবুজ গাছ, লাল গোলাপ, সোনালি সূর্য— সবই রঙের উপহার।
রঙ কেবল সৌন্দর্য নয়, এটি আমাদের আবেগ, অনুভূতি ও মনোভাব প্রকাশের অন্যতম মাধ্যম।
আমাদের মনের মধ্যেও রঙ রয়েছে: খুশির রঙ, দুঃখের রঙ, আশা ও ভালোবাসার রঙ। তাই রঙ কেবল চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করার বিষয়ও বটে।
রঙ আমাদের জীবনকে করে তোলে প্রাণবন্ত, উৎসাহী ও অর্থপূর্ণ।
তাই বলা যায়, রঙ ছাড়া জীবন অসম্পূর্ণ।
বিলেতের প্রবীণ কমিউনিটি নেতা, সংগঠক, লেখক,কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ভায়ের অতিসম্প্রতি লেখা 'রঙের দুনিয়া ' নতুন কাব্যগ্রন্হটি আজকে হাতে পেলাম। এটা তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। লন্ডনে শীঘ্রই বইটির প্রকাশনা উৎসব হতে যাচ্ছে।এ উপলক্ষে ৭ই জুলাই সোমবার পুর্ব লন্ডনের উডেহাম কমিউনিটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
লেখক বইটি তাঁর মরহুম পিতা-মাতাকে উৎসর্গ করেছেন। গ্রন্থটি প্রকাশ করেছে সিলেটের সৃজনশীল প্রকাশনা 'পান্ডুলিপি প্রকাশনা"।
১২০ পৃষ্টার বইটিতে মোটা ৯৩টি কবিতা। বলা যায় এটি এক পাঁচমিশালী কবিতা গ্রন্থ। কবিতা গুলো অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা। লেখক তাঁর সমাজ জীবনের বিভিন্ন অভিজ্ঞতাকে লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন। আশা করি পাঠকমহল কবিতা গুলো পড়লে আনন্দ পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আমি লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।
লেখক: শিহাবুজ্জামান কামাল,লন্ডন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com