কবিতা: ব্যবহারে ইতর, লেখক: মো: ইব্রাহিম
হারিয়ে গেছে নৈতিকতা
নাই শরম লজ্জা
পাপে ভরা অঙ্গ ওদের
নষ্ট অস্থিমজ্জা।
মান্যতা নাই মুরব্বিদের
বেদম টানে বিড়ি
দেখে মনে জাগে নিজের
মাথার চুল ছিড়ি।
দেখায় মুখে টানে বিড়ি
গাঁজা ভরা ভিতর
চোখ দুটি তার লাল থাকে
ব্যবহারেও ইতর।
ভালো মানুষ দূরে থাকে
তার মতো রয় কাছে
নিত্য দেখি রাস্তাঘাটে আর
সব জায়গাতে আছে।
আইন আছে তার প্রয়োগ নাই
তাদেরও নাই সাজা
সুযোগ পেয়ে নেশাখোররা
প্রকাশ্যে খায় গাঁজা।।
আপনার মতামত লিখুন :