প্রেস বিজ্ঞপ্তি: রোটাবর্ষ ২০২৫–২৬ এর সূচনায় রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক গাছের চারা বিতরণ করেছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। শিশুরা যেন প্রকৃতির প্রতি দায়িত্ববান হয়ে গড়ে ওঠে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর পিপি শাহ জামাল আহমদ, কো-অর্ডিনেটর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান আবুল কালাম ও আমিনুল ইসলাম।
চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা চত্বরে গাছ রোপণ করা হয়।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে তাদের মধ্যে দায়িত্ববোধের বীজ বপন করা। রোটারি ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন জানিয়েছে, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com