শোভা রাণী বিশ্বাস এর লিখা কবিতা “সুজন নিও চিনে”


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন /
শোভা রাণী বিশ্বাস এর লিখা কবিতা “সুজন নিও চিনে”

কবিতা:সুজন নিও চিনে, লেখিকা: শোভা রাণী বিশ্বাস

কারে তুমি উপর উঠাও নিচে নামাও কারে,
এতোদিনে পেয়েছিলে বিপদকালে যারে?
হুঁশ হারিয়ে বেহুঁশ হয়ে এখন কাজের কাজী,
ভুলেই গেলে তারে,যেজন রাখলো জীবন বাজি।

যখন তোমার উঠোন জু্ড়ে বিপদ ছিল ঘিরে,
যার কারণে আসলে তুমি মরণ থেকে ফিরে।
কতকজনা আশেপাশে কেউ রাখেনি খোঁজ,
বন্ধু হয়ে হাত ধরেনি একটিবারও রোজ।

বরং তোমায় নিয়ে ছিল কতই উপহাস,
এদিকওদিক ফাসুরফুসুর তোমার চারিপাশ।
এখন যখন জীবন জুড়ে ফাগুনমাসের বাও,
নিম্নচাপের বাতাসে গান উল্টোদিকে গাও।

আবার যখন আসবে আঘাত সেজন হবে পর,
তোমার কারণ যে ছেড়েছে নিজের আপন ঘর।
মানুষ বড়ই আজব রে ভাই ভাইরাসেরই মত,
লাগবে যেথায় করবে ক্ষত সদাই অবিরত।

একটু ভুলে হতে পারে মস্তবড়ো ক্ষতি,
যে ক্ষতিটা বদলে দেবে জীবন চলার গতি।
আপনজনা যেজন তোমার তার করো না পর,
বন্ধু করেই বুকের মাঝে রাখো জীবনভর।।

লেখিকা:কবি শোভা রাণী বিশ্বাস, সহকারী শিক্ষিকা, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী।