কবিতা: ফুরাবো না আমি
লেখিকা: শান্তা কামালী
আজও এই আশা বিহীন
জীবনের মধ্যে তুমি একাই বেঁচে আছো
বুকের গহীনে কী নিরব ব্যথা তুমি….
কী যে আকুল অথৈ
অসহ্য যন্ত্রণা হয়, তবু নীরবে নিঃশব্দে
সব সয়ে যাই …..
তোমার ঠোঁটে উষ্ণতা অনুভব করি
সময়ের পথে হেঁটে —-
নীরব কান্নার শব্দে কেঁপে কেঁপে ওঠে শরীর!
আহা! যেন কত যুগ পরে, কত জন্ম পেরিয়ে তোমাকে পেয়েছিলাম শেষ বিকেলের আলোতে —-
ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও –
যা আছে সব অগোছালো সুখ মিছে
বৈভব তোমার প্রেম, নীলময় হৃদয়যামী,
ফিরে চেয়ে একটিবার দ্যাখো না,
এখনো ফুরোইনি আমি —-
যা কিছু ছিলো, এখনো আছে,
আর থেকে যাবে শেষ পর্যন্ত —
লেখক: শান্তা কামালী, সিলেট
আপনার মতামত লিখুন :