কবিতা: মেয়ে আমার মস্ত ধনী
মেয়ে আমার মস্ত ধনী
ব্যাংক ব্যালেন্স তার জিরো
মা নাকি তার আদ্যাশক্তি
বাপ নাকি তার হিরো।।
ছোট্ট বেলায় লাফ দিয়ে সে
ধরতে যেতো চাঁদ
আকাশ ছোঁয়া ভাবনা ছিলো
মনেতে অগাধ।
স্বপ্ন গুলো মুঠোয় পেতে
হাল ছাড়েনা দিনে রাতে,
ক্লান্তি এলে বলে প্রভু
আমায় ক্ষমা করো।।
মেয়ে আমার মস্ত ধনী
ব্যাংক ব্যালেন্সটা জিরো৷।
অন্তরে তার নেই কোনো ভয়
মহৎ সৃষ্টি কাজের
কেউ ভালো কেউ বলবে মন্দ
হয়তো এই সমাজের।
মন্দ বলে বলুক যতই
চলার নেশা বাড়বে ততই,
মন্দ লোকের আশীর্বাদেই
শক্তি বাড়ে আরো।।
মেয়ে আমার মস্ত ধনী
ব্যাংক ব্যালেন্সটা জিরো।।
মেয়ে আমার ধৈর্যশীলা
নেই কোনো হতাশা,
ভয় করেনা দুঃখ কষ্ট
হয়নাকো নিরাশা।
জরা ব্যাধি কাছে এলে
বলে তুমি যাওগো চলে,
আমার অনেক কাজ রয়েছে
তাড়াতাড়ি সরো।।
মেয়ে আমার মস্ত ধনী
ব্যাংক ব্যালেন্স তার জিরো।।
লেখক: মানিক পাল,
প্রতিষ্ঠাতা সভাপতি
কবিতার পাতা ও কথাও গান
বালাগঞ্জ সিলেট।
আপনার মতামত লিখুন :