কবি মানিক পাল এর লিখা কবিতা: পথ আর আমি


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন /
কবি মানিক পাল এর লিখা কবিতা: পথ আর আমি

 

পথ চলতে চলতে হঠাৎ থেমে যাই,
পেছন ফিরে দেখি ধুলোমাখা ছায়া
হঠাৎ চমকে উঠি!
ভাবি, এতটা পথ কি আমি-ই পেরিয়ে এলাম?
জীবন তো এক যাত্রাপথ, যেখানে
প্রতিটি পদক্ষেপে একেকটা গল্প, একেকটা কবিতা, একেকটা ইতিহাস জন্ম নেয়!

পথ চলতে থাকি,
কারণ- যখনই চলা থেমে যাবে
জীবনও থমকে দাঁড়াবে
আলো নিভে যাবে, স্বপ্নগুলো ঝরে পড়বে
এক এক করে নিঃশব্দে।

সামনের দিগন্তে চোখ রাখলেই
ভয় জাগে বুকে,
এই পথ কি পার হবো?
এই ক্লান্তি কি সয়ে উঠবো?
তবু মনে পড়ে, পেছনে ফেলে আসা
প্রতিটি জটিল বাঁকেই আমি ছিলাম
আমি লড়েছি, আমি জিতেছি

আকাশের দিকে তাকালে
নিজেকে ধূলিকণার মতো মনে হয়,
সময়ের বিশাল ছায়ার নিচে
আমি ক্ষুদ্র, অথচ অনুভব করি
আমার মাঝেই লুকিয়ে থাকে
এক মহাবিশ্বের কালজয়ী সুর!

মাটির দিকে তাকালে
সবকিছু অর্থহীন ঠেকে,
তবু সেই মাটিতেই তো বীজ পুঁতি
সেই মাটিতেই গড়ে ওঠে বৃক্ষ
ফোটে জীবন
তাই বিশ্বাস রাখি-
শূন্যতার মাঝেও আছে সৃষ্টির আহ্বান

নদীর দিকে তাকালে মনে হয়-
জীবন যেন এক অনির্বাণ স্রোত।
চলা আর চলার মাঝেই
প্রতিটি ক্ষণ ধরে রাখে সময়ের ভাষ্য!

আমি চলতে থাকি–
চলার মাঝেই খুঁজি বেঁচে থাকার মানে।
স্বপ্ন দেখি,ভালোবাসি, হাসি-
আর এই চলার মধ্যেই খুঁজে পাই
আমার সম্পূর্ণ জীবনকাব্য।

লেখক: কবি মানিক পাল,প্রতিষ্ঠাতা সভাপতি,কবিতার পাতা, কথা ও গান, বালাগঞ্জ সিলেট।