সিলেট বিডি ভিউঃ সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি, নিজ করনসি গ্রামের কৃতি সন্তান, সৈয়দ কওছর আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাত ১১:৫৯ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ আজ ২০ এপ্রিল রবিবার বিকাল ০৩:৩০ মিনিটের সময় নিজ করণসী মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উনার ছেলে সৈয়দ আলী আহমেদ দুর্জয়।
গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ এর মৃত্যুতে সিলেট বিডি ভিউ এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com