সিবিভি নিউজ:জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের এস.এস.সি পরীক্ষার্থী ২০২৫ সালের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত ০৭/০৪/২০২৫ ইং রোজ সোমবার কোচিং সেন্টারে এসএসসি বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মিহাদ হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষিকা অন্না রুহী দাসের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের দশম শ্রেণীর ছাত্র রাকিব আহমেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কনফিডেন্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমেদ নাজু।পরিশেষে কোচিং সেন্টারের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেয় এসএসসি ব্যাচ ২০২৫ এর শিক্ষার্থীরা।এছাড়া কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পরীক্ষার প্রয়োজনীয় মেটেরিয়াল বিতরন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে।ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।বক্তারা আরো বলেন প্রাতিষ্টানিক শিক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা তোমাদের শিক্ষার মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে হবে। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ কম্প্রোমাইজ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান। বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান।অতঃপর পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com