সিলেট বিডি ভিউ: রাজশাহী আড়ানী রেলস্টেশন বৃদ্ধের মৃত্যু স্তব্ধ এলাকাবীগতকাল (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহ* করেছেন।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৬০), মাঝপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি সকাল থেকে স্টেশনে অবস্থান করছিলেন, ট্রেন আসতেই হঠাৎ লাইনের ওপর ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকেই আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। একা একা বসে থাকা, লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং অস্বাভাবিক আচরণে বিষয়টি নজরে আসে অনেকের। বিকেলে ট্রেন আসার ঘণ্টা বাজানোর ঠিক পূর্বমুহূর্তে পূর্ব দিকের প্ল্যাটফর্মে অবস্থানরত রুহুল আমিন হঠাৎ করেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। মুহূর্তেই তিনি ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার আকস্মিকতায় মুহূর্তে থমকে যায় রেলস্টেশন। ছুটে আসেন যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। নিহতের শরীর ট্রেনের নিচে দ্বিখণ্ডিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার পরিবারিক মানসিক চাপ ও দীর্ঘদিনের অস্থিরতাকে আত্মহত্যার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে শোক ও স্তব্ধতা ছড়িয়ে দিয়েছে।
তথ্য : হাসনাইন মোহাম্মদ হানিফ
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com