সিলেট বিডি ভিউ: নেতার আর্শিবা বাহবা না নিয়ে ভুক্তভোগী মানুষের অভিযোগ মনযোগে শুনুন। দেখুন সেই নেতার আয়না ঘর কত নিষ্টুর ও ভয়াবহ।
কারও বাড়ী দখল করছে,নয় জমি দখল করছে,এমনও হতে পারে কারও দখল করা বাড়ী বা জমির চুক্তিতে প্রহরাদারের দায়িত্ব নিয়েছে।
কাজেই নেতার সেই অন্যায় ঢাকতে আপনাকে ম্যানেজ করতে তোষামোদি করবে,যাতে ভুক্তভোগী সেই মানুষটি আপনার কাছে পৌছালেও তার সাথে সম্পর্কের খাতিরে সংবাদ প্রচার ও প্রকাশে বাঁধা কাজ করে।
এইবার বুঝেন আপনার সাথে সেই তোষামোদির কারণে ঠিকই নেতার স্বার্থ হাসিল হয়েছে,কিন্তু অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে সেই ভুক্তভোগী আয়না ঘরে নির্যাতিত মানুষটি।
এবার নিজেকে একা প্রশ্ন করুন আপনি একজন গণমাধ্যমকর্মী আপনি কি সমাজের সেই ভুক্তভোগী মানুষ সহ সমাজের অসঙ্গতি নেতার দর্নীতি তুলে ধরতে পারছেন।
নিশ্চয়ই না,কারণ নেতার তোষামোদিতে আপনি ম্যানেজ হয়েছেন বিনা কারনে, আর স্বার্থ হাসিল হয়েছে সেই কতিত নেতার।
আমার পরিস্কার কথা আমি একজন নগন্য সংবাদকর্মী নেতা বা প্রশাসনের কোন কর্তাই আমাকে ম্যানেজ করতে আসবেন না। কারণ এই চ্যালেঞ্জিং পেশায় আমার টিকে থাকতে আপনার নৈতিবাচক মনোভাব আমার এড়িয়ে চলা প্রয়োজন।
লেখক: সাইফুর এম রেফুল, আমার দেশ ওসমানীনগর প্রতিনিধি সিলেট।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com