সিলেট বিডি ভিউ: ওসমানীনগর উপজেলার প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবু হানিফা। নির্বাচন পরিচালনা সহ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আব্দুল মতিন ও লিলিউর রহমান পংকি।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি ইউরোপের মোঃ আবু হানিফা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক শ্যামল সিলেট কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ (দৈনিক আধুনিক কাগজ), কোষাধ্যক্ষ: এমদাদুর রহমান খান (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক জিতু আহমদ (দৈনিক জাগ্রত সিলেট), প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান (দৈনিক যুগভেরী), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান কাওছার (দৈনিক খোলাকাগজ/জৈন্তাবার্তা), ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ (দৈনিক সিলেটের সময়), পাঠাগার সম্পাদক রায়হান আহমদ (দৈনিক সিলেটের জমিন), সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি (দৈনিক আজকালের খবর)। কার্যনিবার্হী পরিষদের সদস্যরা হলেন, জুবেল আহমদ সেকেল (দৈনিক যুগান্তর), মোঃ আনোয়ার হোসেন (দৈনিক সমকাল), আব্দুল মতিন (দৈনিক আমাদের সংবাদ), লিলুউর রহমান পংকি (দৈনিক আলোকিত নিউজ), আব্দুল কালাম আজাদ (দৈনিক ইনকিলাব), উজ্জ্বল দাশ (দৈনিক স্বাধীন বাংলা), এবং উজ্জ্বল ধর (দৈনিক সিলেট মিরর)।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com