সিলেটে বিডি নিউজ:সৌদিআরবের মক্কা নগরীতে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদের শাখা কমিটি গঠিত হয়, নতুন কমিটির আলোচনা সভায় বক্তারা বলেন, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের পরিনত ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।
৩১ মার্চ মঙ্গলবার রাত ৯টায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদ ইউকের আহ্বানে সৌদি আরবের মক্কা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে এক মত বিনিময় সভা হিজরা স্ট্রীটের শামস আল জাহাবী হোটেলের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় ।সিলেটী বংশোদ্ভোত সৌদি নাগরিক কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠণের কেন্দ্রীয় আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন -কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবিব ,সিলেট চেম্বার অব কমার্সের ডাইরেক্টর হাজী সরওয়ার হোসেন সেদু,সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি মোঃ আবুল কালাম ,আটাব সিলেটের সভাপতি জাকারিয়া আহমদ খান রিজওয়ান ও বৃটিশ বাংলা ট্রেভেল গ্রুপের ডাইরেক্টর হাজী নুর বক্স আহমদ ।
সভায় আরো বক্তৃতা করেন -সৈয়দ জাভেদ ইকবাল ,মোহাম্মদ এবাদুর রহমান ,বীর চৌধুরী শামীম ,তোফাজ্জল হোসেন আবু মাসুম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন যে -১৯৪৭ সাল থেকে সিলেটবাসীর প্রতি বৈষমমূলক আচরণ করা হচ্ছে ।সিলেট বিভাগ ,আন্তর্জাতিক বিমান বন্দর ,শাহজালাল বিশ্ববিদ্যালয়,সিলেট-লণ্ডন সরাসরি ফ্লাইট আন্দোলন করে আদায় করতে হয়েছিল ।বিনা সংগ্রামে কোন কিছু আদায় করা সম্ভব হয়নি ।সিলেট ওলমানীতে কেন বিদেশী ফ্লাইট নামে না ?সিলেটের চার লেইনের মহাসড়ক কোথায় ?ওসমানী বিমান বন্দর নামে আন্তর্জাতিক কাজে কেন নয় ?জেনারেল ওসমানী কেন অবহেলিত ?প্রদেশের সুপারিশে সিলেটের নাম নেই কেন ?
এ সব বিষয়ে বক্তারা বলেন -সিলেটবাসীর প্রতি কুচক্রি মহল ইচ্ছাকৃতভাবে বিমাতাসুলভ আচরন করছে ।
তাই এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে ।ওসমানী বিমান বন্দরে আরো বিদেশী ফ্লাইট চালু না হলে ,প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে ,সিলেট বিভাগ নিয়ে প্রদেশ না করলে সারা বিশ্ব জুড়ে আন্দোলন গড়ে তুলতে হবে ।
পরে কাজী শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্য একটি কমিটি গঠন করা হয় ।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com