জগন্নাথপুর প্রতিনিধি:
ছাতক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, আনুজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এলকাছ আলী। হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ ৩০ মার্চ রবিবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানিয়ে হাজী এলখাছ আলী বলেন,
এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মদান এবং সাহসিকতার কারণে দেশ শান্তি পেয়েছে, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে তাক্বওয়ার গুণাবলি সৃষ্টি করতে সাহায্য করে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে সাহায্য করে। ঈদ ধনী-গরীব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক।
হাজী এলখাছ আলী বলেন, ঈদ আমাদের মাঝে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতুবন্ধন গড়ে তোলে। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।
তিনি ছাতক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ উপজেলা সহ দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com