শ্রীমঙ্গলে কুরআন ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে কুরআন ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কুরআন ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনের তত্ত্বাবধানে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে “এইচ.আর.সি. কুরআনের আলো” শীর্ষক কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের কলাপুর পশ্চিম জামে মসজিদ শাখায় এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

কালাপুর পশ্চিম জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমেদের সভাপতিত্বে ও সৈয়দ মনজুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান কারী মাওলানা জয়নাল আবেদিন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শক্তি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, বিশেষ করে ধর্মীয় শিক্ষায় নাস্তিকতাপূর্ণ সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছিল। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এই রমজানে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সাধারণ মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে, যা দীর্ঘ ১২ বছর পর গ্রামীণ জনপদে উৎসবের মুখ দেখিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজন আহমেদ, সাবেক নেতা মুশফিকুর রহমান লিমন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, ইউনিয়ন ছাত্রদল নেতা আহমেদ পারভেজ, জাফর আহমেদ, শাহ আলম, তারেক আহমেদ, সাঈম চৌধুরী ও সোহাগ খান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।