ইসলামি ডেস্ক: কারো থেকে উপকার গ্রহণ করে ‘জাযাকাল্লাহ’ বলা উচিত। অনেকে মনে করেন, কেউ আমার জন্য কষ্ট করলে তখন ‘জাযাকাল্লাহ’ বলতে হয়। আসলে ‘জাযাকাল্লাহ’র সম্পর্ক কষ্টের সাথে নয়, উপকারের সাথে। কেউ আমার কোন উপকার করলেই আমি তাকে ‘জাযাকাল্লাহ’ বলবো। উপকারটা ছোট হোক বা বড় হোক।
অধিকন্তু ‘জাযাকাল্লাহ’-এর সাথে ‘খাইরান’ শব্দটি যোগ করে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা অধিক উত্তম। কেননা, ‘জাযাকাল্লাহ’ অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আর‘খাইরান’ শব্দের অর্থ উত্তম। ‘জাযাকাল্লাহু খাইরান’ অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
ঢাকা মোহাম্মদপুর আলী এন্ড নূর রিয়েল এস্টেটে অবস্থিত জামি‘আ রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতী ও শাইখুল হাদীস এবং হযরত মাওলানা হাকীম আবরারুল হক (হারদুইর হযরত রহ.)-এর বিশিষ্ট খলীফা হযরত মুফতী মানসূরুল হক (দা. বা.)-এর আদত হলো, তাঁকে যদি কেউ শুধু ‘জাযাকাল্লাহ’ বলেন, তখন তিনি নিজে থেকে ‘খাইরান’ শব্দটি যোগ করে নেন এবং এভাবে বলতে তাকিদ দেন। কারণ, প্রতিদান ভাল হতে পারে, আবার মন্দও হতে পারে। তাই ‘জাযাকাল্লাহু খাইরান’ পুরোটা বলা বাঞ্ছনীয়।
আর আমাকে যিনি ‘জাযাকাল্লাহ’ বলবেন, তাঁর উদ্দেশ্যে বলবো ‘ওয়া ইয়্যাকা’। এর অর্থ : আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।
.
আপনার মতামত লিখুন :