সিবিভি নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আহ্বায়ক করা হয় আক্তার হোসেনকে।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com