সিবিভি নিউজ: যুক্তরাজ্যস্থ ঐতিহ্যবাহী উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার & ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে এর আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রিকলেনের কাফে গ্রীল রেস্টুরেন্টে ।
সংগঠনের সভাপতি আলহাজ্ব শামীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সারজন খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ খালেদ আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখের সংগঠনের ট্রেজারার ইমরান আহমদ ইলিয়াস।
বক্তব্য রাখেন ব্যারিষ্টার লুৎফুর রহমান, জিয়াউল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব কবির উদ্দিন,আলহাজ্ব আব্দুল গফুর,গোলাম কিবরিয়া,নুরুল হক নুর আলী, প্রফেসর মাসুদ আহমেদ, হারুনুর রশিদ চৌধুরী,সৈয়দ তাজির উদ্দিন মান্নান,আব্দুল কাইয়ুম, সাদ মিয়া,শাহ মুনিম,আনছারুল হক,আহবাব হোসেন,আবুবক্ষর সিদ্দিক,ছুরুক মিয়া,মানিক খান,বদরুল খান,ছাদ আহমেদ চৌধুরী,বদরুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান মিরু, আনছার মিয়া,আনহার আলী,সুরমান আলী,আজেফর আলী,আবুল কাশেম,বাবুল খান,ফয়েজুর রহমান ফয়েজ,মোতাহির আলী সুহেল, সেলিম আহমেদ লুদু,সৈয়দ সুরুক কামাল,আব্দুল মছব্বির,সুন্দর মিয়া,আফজল হোসেন,শাহ বেলাল,অলিউর রহমান,সৈয়দ মফচ্ছিল আলী,রুহেল আহমদ,সুয়েজ আহমদ,মাহবুব খান,শিপন আহমদ,খালিছ আহমদ,রফিক মিয়া,চুনু মিয়া চৌধুরী,মুসলিম মিয়া,জাকির হোসেন,নাদিম খান,কয়ছর আহমদ,রকিব উদ্দিন,আব্দুর রাজ্জাক,আতিক মিয়া,মতিউর রহমান,আওলাদ আলী,আহছান হাবিব,সানুর আলী,ইমরান রহমান,আলী হোসেন,ছায়ফুল হেলাল,জাহেদ খান,জাহেদ আহমদ প্রমূখ।
ইফতার পূর্ব অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী।
অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল অনুষ্ঠান আয়োজনের জন্য কার্যকরী কমিটির সভাপতি শামীম উদ্দিন সাধারণ সম্পাদক সারজন খান কোষাধ্যক্ষ ইলিয়াছ আহমেদ সহ কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।সবাইকে রামাধান মোবারক ।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com