ডেস্ক নিউজ: মাওলানা ইমদাদ আল মাদানী'কে সভাপতি, মাওলানা মামনুন মুহিউদ্দিন'কে সাধারণ সম্পাদক করে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর অফিস কক্ষে হেফাজতে ইসলাম লন্ডন মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম ইউকে এর সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরির, সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, সহসভাপতি মাওলানা ফয়েজ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা তামিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওঃ জসীম উদ্দীন,মহনগর শাখার সভাপতি মাওলানা ইমদাদুর রহমান মাদানি, সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মুহিউদ্দিন।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০২৫ ও ২৬ সালের জন্য ২ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম ইউকে এর লন্ডন মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এদিকে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ লন্ডনের ফোর্ডস্কয়ার সেমিনার হলে, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরির সভাপতিত্বে এবং মাওলানা গোলাম কিবরিয়া এর পরিচালনায় কাউন্সিল অধিবেশন ২০২৫-এ লন্ডন মহানগরশাখা এর আংশিক কমিটি গঠন হয়েছিল।
কমিটি ও পদবীগুলো নিম্মরূপ:
হেফাজতে ইসলাম লন্ডন মহানগর কমিটি ২০২৫/২৬
সভাপতি:
মাওলানা ইমদাদুর রহমান মাদানী
সহ সভাপতি:
মাওলানা সৈয়দ মুশাররাফ আলী
মাওলানা মুবারক আলী
মাওলানা মঈনুল হক চৌধুরী
মাওলানা শায়খ আহমদ হাছান
মাওলানা শাহনুর মিয়া
মাওলানা এ.কে. এম আব্দুল কাদির
মাওলানা মঈনুদ্দিন খাঁন
উস্তাদ আব্দুল হাদী
মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া
মাওলানা নাজিম উদ্দিন
মাওলানা মুছলেহ উদ্দিনসা
ধারন সম্পাদক:
মাওলানা মামনুন মুহিউদ্দিন
যুগ্ম সাধারন সম্পাদক:
মাওলানা মিছবাহুজ্জামান হেলালী
সহ সাধারন সম্পাদক:
মাওলানা মুখতার হোসাইন
হাফিজ মাওলানা আশরাফুল মৌলা
মাওলানা সাইফুর রহমান
সাংগঠনিক
সহ সম্পাদক:
মাওলানা আজিজুর রহমান
মাওলানা এনাম উদ্দিন
মাওলানা রুম্মান আহমদ
অর্থ সম্পাদক:
মাওলানা আব্দুল খালিক শাহেদ
সহ অর্থ-সম্পাদক:
মাওলানা আনওয়ার হেসাইন রব্বানী
হাফিজ আব্দুল হক
প্রচার সম্পাদক:
মাওলানা শাহ আবু বকর
সহ প্রচার সম্পাদক:
মাওলানা আল-আমীন
হাফিজ মাওলানা মাছুম আহমদ
হাফিজ মাওলানা নাশির উদ্দিন
মাওলানা মুহাম্মদ জাকারিয়া
মাওলানা ফখরুল আমিন হুসাইন
সমাজ কল্যাণ সহ সম্পাদক:
মাওলানা নোমান হামিদী
মাওলানা আব্দুল গফ্ফার
হাফিজ মাওলানা জাকারিয়া
হাফিজ ওয়ালিদুর রহমান
প্রশিক্ষন সম্পাদক:
মাওলানা শামছুল হক ছাতকী
সহ প্রশিক্ষন সম্পাদক:
হাফিজ মাওলানা রশিদ আহমদ
মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ
মাওলানা হাফিজ রশিদ আহমদ
যুব-বিষয়ক
সহ সম্পাদক:
মাওলানা দেলওয়ার হুসাইন
হাফিজ আহবাবুর রহমান
আজমল খাঁন
নির্বহী সদস্য:
কাজী মাওলানা আব্দুর রহমান
হাফিজ হাবিবুর রহমান
হাফিজ মাওলানা রশিদ আহমদ নোমান
মাওলানা মাছুম আহমদ
হাফিজ নাজমুল হক।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com