এডভোকেট শাহ ফারুক আহমদ এর লিখা কবিতা” গোধূলির কান্না”
কত যে স্বপ্ন দেখিলাম এ জীবনের তরে,
স্বপ্ন আমার ভোরের আলোয় ফুটলোনা
কপালে।
চলছি তো চলছি বার বার হোঁচট খেয়েছি।
আবার উঠেছি, তো চলছি,
এভাবে চলছি আমি সারা জীবন।
যা পেয়েছি তা’ই যতেষ্ট,
নাই অনুযোগ নাই অভিযোগ,
এ জীবনের খেলা।
আল্লাহ যা কপালে রেখেছেন,
তা নিয়ে সুখ আছি এ সাঁঝের বেলা।
একটা স্বপ্ন দেখতে আমি বড়ই মরিয়া
সুজলা সুফলা বাংলাদেশকে দেখতে
চাই পৃথিবীর সেরা।
সোনার দেশ সোনার মানুষ গড়বে যারা,
ধর্ম বর্নের মানুষ নিয়ে বসবাস করে
তাঁরাই হবে ইতিহাসে সেরা।
এ স্বপ্ন কি দেখতে পাব জীবনের তরে
এ আশায় চোখ মেলে আছি
আকাশের দিকে চেয়ে।
শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী।
আপনার মতামত লিখুন :