এম এ মালিক: রমজানের পবিত্র দিনে সংগঠনের সকল সদস্য ও গ্রামের সর্বস্তরের মানুষজন নিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নপর ইব্রাহিমপুর গ্রামের পশ্চিম পাড়া যুব সংঘ।
শনিবার (১৫ মার্চ) ইব্রাহিমপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোর যুবক ও বয়স্ক প্রবীণ ব্যক্তিবৃন্দ। ইফতার মাহফিলে দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনা করে দোয়া করেন ইব্রাহিমপুর পশ্চিম পাড়া মসজিদের ইমাম ও খতিব জাহাঙ্গীর আলম আল কাদরী। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, তিনি বলেন, মাহে রমজানে উপবাসের সঙ্গে সঙ্গে দুস্থ মানবতা অসহায়দের সেবায় সাধ্যমতো দান-সদকা করাই হলো প্রকৃত সিয়াম সাধনা। বছরের অন্য মাসগুলোর তুলনায় এ মাসে অধিক দান-সদকা করাই বুদ্ধিমানের কাজ। মাহে রমজানে নবিজির দুয়ারে এসে কেউ খালি হাতে ফিরে যেত না। সিয়াম সাধনা মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়।
সংগঠনের সভাপতি বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।
আপনার মতামত লিখুন :