স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার খোলাফায়ে রাশীদিন ইসলামি সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ ইনাম বলেন যে কোন ভাল কাজ কেহ করলে আমি আজীবন সাথে থাকবো উৎসাহ প্রধান করবো ।
আমি মানুষকে ভালবাসি মানুষের উপকার করতে ভালবাসী, আমি খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছি।
মোহাম্মদ ইনাম শীত মৌসুমে হতদরিদ্রদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ । তারই ধারাবাহিকতায় গরীব অসহায়দেরকপ খাদ্য সামগ্রী বিতরণ করেন । বিশুদ্ধ পানি পান করার জন্য অনেক পরিবারকে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, টাকার অভাবে যারা সঠিক চিকিৎসা করাতে পারেন না সেসব অসুস্থ রুগীর চিকিৎসার ব্যবস্থা, গৃহহীনদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে পূণ্যের কাজ। আল্লাহ যাকে অর্থ-সম্পদ দিয়েছেন তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হোন। এ ধরনের মানবিক কর্তব্য পালন ‘রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজা’র সমতুল্য বা তার চেয়েও উত্তম।
এই কথাগুলো বুকে লালন করে সমাজে একদল মানুষ নীরবে নিভৃতিতে দুস্থ,অসহায়দের খেদমতে করে যাচ্ছেন, অনেকের মধ্যে একজন পরোপকারী মানুষ মোহাম্মদ ইনাম । আল্লাহ উনাকে নিয়মিত আরো মানুষের সেবা করার তাওফিক দান করুন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com