মোহাম্মদ আব্দুল মালিক: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১১ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
গত কাল মঙ্গলবার ইব্রাহিমপুর পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন মাঠে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জিল্লুর রহমান ফারুকী চাঁদপুর।
সংগঠনের সভাপতি শহীদুর রহমান শহীদ এর বিশেষ অনুরোধে ও গ্রামবাসীর সিদ্ধান্তে সংগঠনের প্রবীণ উপদেষ্টা মো: সাইম উদ্দিন খান ও মোঃ কৌছর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক লায়েছ আহমদ ও ইব্রাহিমপুর পূর্ব পাড়া মসজিদের মুয়াজ্জিন কারী শেখ সাহান আহমদ সাহেল এর পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী আটরশি ফরিদপুর,
মুফতি আল আমিনুল ইসলাম যুক্তিবাদী, মুফতি খালেদ সাইফুল্লাহ খান, হাফিজ কারী শফিকুল ইসলাম জিয়া, মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরী, মাওলানা শেখ সাইফুর রহমান, মাওলানা হাফিজ হারুনুর রশীদ,মাওলানা মাসুক আহমদ।
আমন্ত্রিত অতিথি কোরআন হাদিস থেকে নামাজ নিয়ে বলেন, ফরজ নামাজ বিনা কারণে ছেড়ে দিলে বা ইচ্ছেকৃতভাবে ত্যাগ করলে পরিণতি হলো- জাহান্নাম। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির ওপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 'কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়া।আসুন আমরা সবাই নিয়মিত নামাজ আদায় করি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী দৈনিক সমকাল প্রতিনিধি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আজাদ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সিলেট বিডি ভিউ ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট ভোর প্রতনিধি ও মানবাধিকার কর্মী মো: সাজ্জাদ হোসাইন।
ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদুর রহমান শহীদ, সহ সভাপতি আব্দুল আহাদ, জাহান উদ্দিন,ফোরকান উদ্দিন,আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক লায়েছ আহমদ, সহ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ, সানুর আহমদ, অলিউর রহমান তারেক, হাফিজুর রহমান, সুবলন আহমদ, আলমগীর হোসেন, আদনান হাবিব অপু,রায়হান আহমদ, নৌশাদ আহমদ, মিনহাজ আলী,আয়াছ মিয়া, আলী হোসেন, সাইস্তা মিয়া, আব্দুল খাইয়ুম, খলকু মিয়া,শিমুল আহমদ,সুজাত আলী,নাবিল আহমদ,রুয়েল মিয়া,কমরু মিয়া,তোফাজ্জল হোসেন,নুর উদ্দীন,জিহাদ আলী,মাছাদ মিয়া,সালমান মিয়া,শিহাব মিয়া,মজাহিদ আলী,মিরাজ খান,মোহন মিয়া,মুকিত মিয়া, মেহেদি হাসান দিপু,সিহাব মিয়া,সফিকুল ইসলাম ডিপজল, মামুন মিয়া,খোকন মিয়া,শিবলু মিয়া,ফাহিম মিয়া প্রমুখ। আগামী বছর ১২তম ওয়াজ সফলের জন্য দেশবিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com