নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যেগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্চ্রীটস্থ মাইক্রো বিজনেস সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মীর নুরানী পুস্পা ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান ,বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেইন আহমদ ,বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নান ,বীর মুক্তিযোদ্ধা তালুকদার রাজু ,বীর মুক্তিযোদ্ধা ডঃ আবু হেনা ,কমিউনিটি নেতা ও সাবেক এমপি পদ প্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু ,কাউন্সিলার ফারুক আজিজ ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুজিবুর রহমান ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সহ সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন ।
সভায় বঙ্গবীর ওসমানী জীবন ও কর্মের উপর আরো আলোচনা করেন
সংগঠণের ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ ,অধ্যাপক এ কে শহীদুর রহমান ,এ কে জিল্লুল হক ,সলিসিটর ও বিশিষ্ট লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,আব্দুর রশীদ ,হাজী ফারুক মিয়া ,আবুল মিয়া ,আব্দুল মুকিত প্রমুখ ।বঙ্গবীর ওসমানী স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোঃ আনোয়ার হোসেন ।
সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে জেনারেল ওসমানীকে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।
বক্তারা বলেন -বঙ্গবীর ওসমানী আজ অবহেলিত ।অথচ ওসমানীর সামরিক নেতৃত্ব ,প্রজ্ঞা ও রণকৌশল মুক্তিযুদ্ধে বিজয় লাভ ত্বরান্বিত করে।
সভায় গৃহীত প্রস্তাবে জেনারেল ওসমানীকে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিতকরণ ,পুস্তকে জীবনী লিপিবদ্ধকরণ ,ডাক টিকেট স্মারক প্রকাশ ও রাষ্ট্রীয়ভাবে জন্ম মৃত্যুত্যুদিবস পালনের আহ্বান জানানো হয় ।সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান ।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com