কবি শাহারা খান এর লিখা কবিতা “সুন্দর আচরণ”


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ৬:০৮ পূর্বাহ্ন /
কবি শাহারা খান এর লিখা কবিতা “সুন্দর আচরণ”

“সু্ন্দর আচরণ” শাহারা খান

লেবাসটা তার বেজায় ভালো
সবাই ভাবে ভদ্রলোক
বউয়ের সাথে মেজাজ গরম
মেয়েটি কেঁদে ভাসায় বুক।

নামাজ কালাম ঠিকই পড়েন
দেখে মনে হয় পরহেজগার
বাহিরে দেখান নিরেট ভদ্র
বউয়ের সাথে তুই তোকার

পান থেকে চুন খসলেই
বউকে গালি মারেন দশটা
আল্লাহর ভয়ে বউটি
বন্ধ রাখে তার কানটা।

কথায় কথায় তালাকের হুমকী
নইলে যাও বাপের বাড়ি
সন্তানের চিন্তা মাথায় রেখে
বউ সহ্য করে অমন ঝাড়ি।

যৌবনের বাহাদুরী,টাকার গরম
যেন তিনি এক গর্ভণর
বউটা তার খেলনার পাত্র
মেজাজ ঢালেন তার উপর।

অমন পুরুষ একটা নয়
সমাজে আছে রাশি রাশি
অবলা নারীর বুক ভরা ব্যথা
মুখে থাকে কষ্টের হাসি।

বাহিরে ভালো হলেই
তারে যায়না বলা ভালো
পরিবারের সাথে সু্ন্দর আচরণ
আখেরাতে দেবে আলো।

বিশ্ব নবির চরিত্রে রয়েছে
মুমিনের জন্য উত্তম নিদর্শন
কেয়ামতের দিন ভারী আমল হবে
বান্দার সুন্দর আচরণ।

🌹সর্বোত্তম ঈমানদার হচ্ছে ঐ লোক যার চরিত্র সর্বোত্তম।আর তোমাদের মধ্যে সে লোকগুলো সর্বোত্তম যারা তাদের স্ত্রী-পরিবারের প্রতি উত্তম আচরণে অভ্যস্ত।’ (আহমদ/তিরমিজি)