ঘুম ভাঙার শহরঃ মোহাম্মদ ইব্রাহিম


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ৫:২৩ পূর্বাহ্ন /
ঘুম ভাঙার শহরঃ মোহাম্মদ ইব্রাহিম

কবি মোহাম্মদ ইব্রাহিম এর লিখা “ভাঙার শহর”

তোমার চোখে আজও জ্বলছে
সন্ধ্যার শেষ আলো,
যেন নিভতে চাওয়া প্রদীপের শিখা,
তবু থামতে চায় না হাল।

ঘুম ভাঙার শহরগুলো
নতুন দিন গড়ায়,
স্বপ্নহীন ক্লান্ত মানুষ
ফিরে চলে যন্ত্রের নীড়।

তুমি কি শুনতে পাও?
হৃদয়ের ভাঙা সুর,
অজস্র নিরবতাই আজ
গড়ে তোলে এক ব্যাকুল নূপুর।

তবুও ভোর আসে
নতুন আশার গান হয়ে,
তোমার চোখে ভাসে
একটি স্বপ্ন—
যা কখনও ফুরাবে না।