কবি রেবিন চৌধুরী'র লিখা কবিতা "জন্মভূমি"
জন্মভুমি বাংলা মা গো তোর মতোই খাসা
তাই জেগেছে ছাত্র সমাজ গুছাতে দুর্দশা।
লুটেপুটে খাচ্ছে যারা ভাঙ্গিবে তার পাছা
শহীদ হলে কাঁদিসনে মা বিজয় করিস আশা।
এ দেশের বুকে শান্তি সুখে করবই বসবাস
এগিয়ে যাবার স্বপ্ন থেকে হবো না নিরাশ।।
গুমধর্ষণ খুনের ভয়ে আর রবোনা কোণঠাঁসা
শহীদ হলে কাঁদিসনে মা বিজয় করিস আশা।
এ দেশের যত কালোবাজারি যত অস্ত্রদারী
রুকতে তাদের করব যুদ্ধ হাতেহাতে ধরি।।
যেমন একাত্তরে মুক্তি যুদ্ধ বায়ান্নতে ভাষা
শহীদ হলে কাঁদিসনে মা বিজয় করিস আশা।
অশুভ যত অভিপ্রেত সব করতে প্রতিহত
আাবাল বোদ্ধা ছাত্র জনতা হবেই একত্রিত।।
যুগে যুগে যেমন ছিল শেকল ভাঙ্গার নেশা
শহীদ হলে কাঁদিসনে মা বিজয় করিস আশা।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com