কবি লিয়াকত খান এর লিখা কবিতা “তারুন্যের শক্তি”
দৃঢ় প্রত্যয়ে চলছে নবীনেরা
কলকল শব্দে মুখরিত শ্লোগানে
লাখো তগবগে প্রাণের স্রোতে
ভাসিয়ে নিতে মারমুখী প্রতিরোধ।
তারুন্যের দুর্ভেদ্য শক্তিমত্তা নিয়ে
সমাজ সভ্যতা জাতিসত্তার বিকাশে
তারা ভাঙবে যত ঘুঘুর বাসা
জীর্ণতাকে ভেঙে করবে সংস্কার।
রক্তভেজা রাজপথ থেকে
তারাও ফিরবে কি জানে না
তবুও তারা অকুতোভয়, দুর্বার
শুধরে দিতে সব জঞ্জাল।
আপনার মতামত লিখুন :